শুটিং বন্ধ করতে জাজের \’বেপরোয়া\’র সেটে পুলিশ

ফারা কাটছে না জাজ মাল্টিমিডিয়ার। শুটিং শুরুর তিনদিনের মধ্যেই আইনি জটিলটায় পড়েছে তাদের প্রযোজিত ‘বেপরোয়া’ ছবিটি। যার কারণে বৃহস্পতিবার দিনভর এফডিসির সাত নম্বর ফ্লোরে থেমে থেমে চলেছে এই ছবির নির্মাণ কাজ।

‘বেপরোয়া’ ছবিটি নির্মিত হচ্ছে বাংলাদেশের জাজের একক প্রযোজনায়। তবে এই ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। এছাড়া ছবির মারপিট থেকে শুরু করে অনেক শিল্পী, ১০ জন টেকনিশিয়ান রয়েছেন কলকাতার।

তাদের ওয়ার্ক পারমিট নিয়েই মূলত বেঁধেছে জটিলতা। যার ফলে শুটিং স্পটে গতকাল দুপুর সাড়ে ১২টা নাগাদ পুলিশ এসেছিল সঠিকভাবে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ চলছে কিনা সেটি যাচাইয়ের জন্য।

কেন এই জটিলতা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘পুলিশ এসে শুটিং বন্ধ করতে চেয়েছিল, তা পারেনি। আমরা শুটিং চালিয়ে যাচ্ছি। পুলিশ এসে বলেছে, বিদেশি নির্মাতা, টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে হলে স্পেশাল ব্রাঞ্চ ও সরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। আমরা বলেছি তা কেন লাগবে? পুলিশ এ নিয়ে আর তর্ক করেনি।’

তিনি নিশ্চিত করেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা ‘বেপরোয়া’ ছবির শুটিং চলবে। ছবিতে রোশানের নায়িকা ববি। আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, কমল, রেবেকা প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ