যুক্তরাষ্ট্রে সেরা অভিনেত্রী জয়া আহসান

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হয়েছেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। আর এর মধ্য দিয়েই জয়ার ক্যারিয়ারে যোগ হলো আরেকটি নতুন পালক। কলকাতার কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

এদিকে উৎসবে সেরা চলচ্চিত্র হয়েছে ‘বিসর্জন’। আর এর শুরু হয় ৮ সেপ্টেম্বর, শেষ হয় ১১ সেপ্টেম্বর। এ পুরস্কার প্রাপ্তির খবর জয়ার ফেসবুকের ওয়ালে জয়া কৌশিক গাঙ্গুলির এক টুইটারের পোস্ট করেছেন। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন জয়া ও তার ফেসবুকের ওয়াল।
একই ছবির জন্য ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডে (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। বাংলাদেশ-ভারতের সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি সমান্তরাল প্রেমের গল্প তুলে ধরা হয়েছে ‘বিসর্জনে’। ছবিটিতে তার চরিত্রের নাম পদ্মা। তার জীবনের লড়াই নিয়েই ছবির গল্প।

এছাড়া অপেরা মুভিজ ছবিটি প্রযোজনা করেছে। গত পহেলা বৈশাখে ছবিটি মুক্তি পায়। অন্যদিকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আঞ্চলিক ভাষায় নির্মিত সেরা ছবি হয়েছে ‘বিসর্জন’। আর বাংলাদেশে জয়ার হাতে আছে বেশ কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে কথাশিল্পী হাসান আজিজুল হকের দেশভাগের গল্প নিয়ে ‘খাঁচা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে কোন ধরনের কাটছাট ছাড়াই। এটি পরিচালনা করেছেন আকরাম খান।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ