‘ক্যামেরার পেছনে যা হয়, এবার সেটাই দেখাব’

মৈনাক ভৌমিকের ‘চলচ্চিত্র সার্কাস’এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। জানান, সার্কাস মানে তার কাছে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ, একটা ইমোশনাল রোলার কোস্টার।

চলচ্চিত্র করতে গিয়ে ক্যামেরার পিছনে যা ঘটে তাই এ ছবিতে দেখা হবে।
পায়েল বলেন, শুটিং করতে গিয়ে ক্যামেরার পিছনে যা যা হয় সেটাও খুব এন্টারটেনিং। চলচ্চিত্র সার্কাসে ঠিক সেটাই দেখাব আমরা। এই যে এত গসিপ করি, তার কতটা সত্যি, কতটা নয় সেটাও বোঝা যাবে এই ছবিতে।

মৈনাকের ‘চলচ্চিত্র সার্কাস’ ছবিতে অভিনেতা, পরিচালক, অভিনেত্রী, সুরকার, ক্যামেরা পার্সন, স্পটবয় থেকে শুরু করে একটা ছবি তৈরি করার সব কারিগরকেই অনস্ক্রিন দেখবেন দর্শক। ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে