আশ্চর্য গুহার পানিতে রোগ মুক্তির আশায় বাংলাদেশি তারকারা (ভিডিও)

ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে ‘আল নাখিল’ নামক একটি জায়গায় রয়েছে একটি পাহাড়। সেই পাহাড়ের গুহা থেকে বের হয় গরম পানি। সেই পানিতে গোসল করলে মানুষের রোগ মুক্তি লাভ হয়। এই তথ্যগুলো নিজ ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন নাট্য অভিনেতা কামাল হোসাইন বাবর। বাবর লিখেছেন- ‘আল্লাহর এক আশ্চর্য জায়গা দেখলাম, মাস্কাট থেকে ১৫০ কি.মি. দূরে আল নাখিল নামক জায়গায় যেখানে পাহাড়ের গুহা থেকে গরম পানি বের হয়। এই পানি দিয়ে গোসল করলে মানুষের রোগ মুক্তি লাভ হয়’।

মূলত গত ১৪ সেপ্টেম্বর ওমানে অনুষ্ঠিত হওয়া ঢালিউড ব্লাস্টে অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে গিয়েছিলেন বেশ কজন তারকা। তাদের মধ্যে বাবর ও সিদ্দিকও ছিলেন। ওমানের উক্ত অঞ্চলের পাহাড়ের পানিতে গোসলরত অবস্থায় কিছু ভিডিও শেয়ার করেছেন বাবর।

ভিডিওটি দেখুন এখানে:

Posted by Kamal Hossain Babor on Friday, September 15, 2017

ভিডিওটি বাবরের ফেসবুক অ্যাকাঊন্ট থেকে সংগৃহীত।

আরেকটি ভিডিও দেখুন এখানে:

Posted by Kamal Hossain Babor on Friday, September 15, 2017

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে