ছেলেরা করলে মজা, মেয়েরা করলে অপরাধ: কঙ্গনা

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু মন্তব্য করেন কঙ্গনা রানাউত, যার রেশ এখনও চলছে। তার এই সমস্ত সাহসী মন্তব্যের কারণে তিনি যেমন সমালোচিত হন, তেমনই কারও কারও প্রশংসাও পেয়েছেন। এবার টেনে আনেন যৌনতার প্রসঙ্গ।

কঙ্গনা বলেন, এমন অনেক বিষয় আছে যেগুলি ছেলেরা করলে দোষ নেই। মেয়েরা করলে সমাজ আঙুল তুলবে। যেমন যৌনতা। ছেলেদের কাছে সেক্স করাটা মজা আর মেয়েরা করলে সেটা অপরাধ বলে ধরে নেওয়া হয়।

তিনি আরও বলেন, তিনি কিন্তু নারীবাদী নন। কারণ তার মনে হয় নারীবাদ আসলে যেন একটা অসুখের ওষুধ হিসেবে কাজ করে। অর্থাৎ এটা যেন একটা সান্ত্বনা।

নিজের ছবির প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, ‘গ্যাংস্টা’ ছবি মুক্তির পর তার মা খুশি হয়েছিলেন। বিরক্ত হয়েছিলেন তার বাবা। কারণ, ছবিতে তাকে বোল্ড লুকে দেখা গিয়েছিল, যা মেনে নিতে পারেননি।

কঙ্গনার মতে, মেয়েদের সবসময় গ্ল্যামার জগৎ থেকে দূরে রাখা হয়। আর মেয়েদের জন্য যৌনতা একটা খারাপ বিষয়ে। এরকমটাই ভাবা হয়। আর ছেলেদের কাছে সেক্স করাটা মজা। তিনি আরও বলেন, একটা ছেলের চারপাশে বিকিনি পরা মেয়েরা ঘুরে বেড়ালে সেটা গর্বের ব্যাপার। আর নিজের মেয়ে বিকিনি পরবে, এটা ভাবতেও পারেন না বাবা-মায়েরা।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার নতুন ছবি ‘সিমরান’। হংসল মেহতা পরিচালিত ছবিটির প্রচারণা বাড়াতেই হয়তো এমন মন্তব্য করে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে