‘খবরগুলো পড়ে সারারাত কেঁদেছি, ভেবেছিলাম ইন্ডাস্ট্রিই ছেড়ে দেবো\’

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কুসুম শিকদারের একটি মিউজিক ভিডিওকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান।

মিউজিক ভিডিওর নামে পর্নোগ্রাফির অভিযোগে এনে তার বিরুদ্ধে এ মামলাটি করা হয়। এতে কুসুম শিকদার ছাড়াও আরও সাতজনকে আসামি করা হয়।

সম্প্রতি ওই মামলা নিয়ে আবারও কথা বলেন কুসুম শিকদার। বিভিন্ন গণমাধ্যমে পর্নগ্রাফি মামলার খবর পড়ে সারারাত কেঁদেছিলেন বলে এক সাক্ষাৎকারে জানান তিনি। বলেন, ‘খবরগুলো পড়ে সারারাত কেঁদেছি। ভেবেছিলাম ইন্ডাস্ট্রিই ছেড়ে দেবো। কিন্তু তখন মনে হয় যে দেশে আইয়ুব বাচ্চুর মতো লিজেন্ড তারকারা বলেন গান ছেড়ে দেবো! কতটা দুঃখ নিয়ে তারা বলেন চিন্তা করেছেন! তাই আমি মনে করি, মিডিয়ার পাশাপাশি দর্শকদেরও দায়িত্ববোধ থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন মিডিয়ায় কাজ করছি। একাধিক নাটকে অভিনয় করেছি। তিনটি ছবিতেও কাজ করেছি। তিনটিই বিভিন্ন মহলে প্রশংসিত। গৌতম ঘোষ স্যারের ‘শঙ্খচিল’-এ কাজ করেছি। সুতরাং দর্শকদের এটুকু আস্থা নিশ্চয়ই আছে যে, কুসুম অন্তত এমন কাজ করবে না, যা আপত্তিকর। আর ধরুন, আমি অন্য দেশের কোনো লেবেলের যদি কাজ করতাম তখন কাকে অভিযোগ জানাতো! আমি তো ইউটিউবের মতো গ্লোবাল প্লাটফর্মে গানটি রিলিজ দিয়েছি। কিন্তু কোনো হতাশা কাজ করেনি।’

গণমাধ্যমের ওপরে ক্ষোভ ঝেড়ে অভিনেত্রী বলেন, ‘অবাক করার মতো ঘটনা হচ্ছে অনেক অনলাইন পোর্টাল আমার সাথে কোনো কথা না বলেই মনগড়া খবর ছেপেছে। একজন সিনিয়র অভিনেত্রী হিসেবে এই দায়বদ্ধতা নিয়ে কথা বলতেই পারি। খুবই অবাক হয়েছি। এটা আমার কাছে সবচেয়ে হাস্যকর। তাছাড়া নেশার লিরিকটা আমার। লেখাটি আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে নেয়া। যে কাব্যগ্রন্থ আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছিল। অথচ সেই লিরিকেই কি-না এমন অপবাদ!’

বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ