ট্রেইলার দিয়েই ঝড় তুলছেন ‘সিআরডি’র নির্মাতা

ভারতের প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা ক্রান্তি তার নতুন চলচ্চিত্র ‘সিআরডি’র টেইলর মুক্তি দিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন বলি পাড়ায়। নির্মাতা তার এই চলচ্চিত্রটি নিয়ে অনেক বেশি আশাবাদী। তিনি মনে করেন তার এই সিনেমা ভারতে আলোড়নের ঝড় তুলবে। তবে এই টেইলরের বোল্ড সিন দেখে এখনই নেট দুনিয়ায় ঝড় উঠেছে। চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে ২৯ শে সেপ্টেম্বর।

ভারতের পুনে ‘পুরুষোত্তম’ নামে একটি থিয়েটার প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা ক্রান্তি তার এই চলচ্চিত্রটি নির্মাণ করেন। চলচ্চিত্রটির ভেতরকার গল্পে দেখা যায় একজন ফ্যাসিস্ট শিক্ষকের বিরুদ্ধে এক তরুণের অসাধারন লড়াই। ‘সিআরডি’ চলচ্চিত্রটি মূলত বিশ্বের থিয়েটার কলেজগুলোর ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। নির্মাতা তার এই সিনেমায় অসাধারণ শৈল্পিকতার মাধ্যমে ফ্যাসিজম এবং শিল্পের যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তার এই সিনেমাটির শিল্পরস দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশা করছেন অনেকেই।

‘সিআরডি’ সিনেমার টেইলর

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে