এবার কি পূজা পালন করবেন না অপু?

হিন্দু ধর্মের মেয়ে হলেও অপু বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে এখন মুসলমান; এবং তার নাম রাখা হয়েছে অপু ইসলাম খান। কাবিননামায়ও এই নাম লেখা হয়েছে। কাবিননামায় ধর্ম লেখা হয় ইসলাম। ২০০৮ সালের ১৮ এপ্রিল ইসলাম ধর্মের রীতি অনুসারেই গুলশানে শাকিবের বাসায় বিয়ে হয় আমাদের। সেখানে শাকিবের মা ও আমার মা’সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা থেকে শাকিবের আনা কাজি আমাদের বিয়ের রেজিস্ট্রি করান।

শোবিজের ক্যারিয়ারের কথা বিবেচনায় রেখে এতদিন বিয়ের খবর গোপন রেখেছে অপু। তবে ধর্ম পরিবর্তন করার আগে বেশ ঘটা করে পূজা পালন করতো অপু ইসলাম খান। পরিবারের সকল সদস্যদের সাথে জমকালো আয়োজনে মেতে থাকতেন অপু। তবে এ বছর কি পূজা পালন করবেন নাকি, তা নিজেই জানিয়েছেন অপু।

এক সংবাদমাধ্যমকে অপু বলেন, পড়াশুনা করতে হবে না পূজার সময়। এটাই ছিল পূজার সবচেয়ে মজার বিষয়। একমাস আগে থেকে প্ল্যান করে রাখতাম কী কী করবো। একবার তো রাজশাহীতে পূজার জন্য মন্দিরে যাচ্ছি। সন্ধ্যার পরে মায়ের সঙ্গে বের হতাম। চারিদিক লাইটিং করা থাকে। ওইটা বেশ ভালো লাগে।একদিন আমরা যাচ্ছি আর কতগুলো ছেলে আমাদের ফলো করছে। ছোটবেলায় এই বিষয়টাও ভালো লাগতো। কোন ছেলে পেছন ঘুরছে। পাত্তা দিতাম না। কিন্তু মজা লাগতো। সেদিন কিছু ছেলে আমার দিকে তাকিয়ে সিড়ি দিয়ে মন্দিরে উঠতেছিলো। অমনি পরে গেল। পরে গিয়ে তো গাল কেটে রক্ত বের হওয়া শুরু করলো। মা তো গিয়ে বকাবকি। এই ছেলে মেয়ে দেখো ঠিক আছে। আগে নিজেকে বাচাবা তারপর তো মেয়ে দেখবা। মায়ের সেই বকা আর ছেলেটার সেই অসহায় ফেইসটা এখনো মনে পরে।

এবার আব্রাহামের জন্মদিন পূজার মধ্যে। তাই পূজাটা আরও বেশি স্পেশাল। সবাই জেনে থাকবেন  ২৭ সেপ্টেম্বর আব্রাহাম খান জয়ের জন্মদিন। ওকে নিয়ে পূজা দেখতে যাওয়ার ইচ্ছে আছে। আমার কাছে আসলে ঈদ পূজা আলাদা কিছু নয়। অনেকে হয়তো ভাববেন মুসলমান হয়ে পূজা কেন? রক্তের সম্পর্ক তো ত্যাগ করতে পারবো না। তাদের সঙ্গে উৎসব পালন করবো।

বাংলাদেশ সময় : ১২১৪ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ