প্রাণঘাতী করোনামুক্ত হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ!

বৈশ্বিক মহামারি করোনার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। করোনায় আক্রান্ত হয়ে যারা নতুন করে জীবন পাচ্ছেন, মানে সেরে উঠছেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে তা হলো নিজের পুরনো টুথব্রাশটি ফেলে দিয়ে নতুন ব্রাশ দিয়ে দাঁত মাজা।

এটা খুব ছোট একটা বিষয় হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটাই সব থেকে জরুরি। করোনার রিপোর্ট নেগেটিভ আসার পর সবার আগে এতো দিন ব্যবহার করা টুথ ব্রাশটি ফেলে নতুন একটি নিয়ে নিন।

দিল্লির লেডি হারডিঞ্জ মেডিক্যাল কলেজের ডেন্টাল সার্জারি বিভাগের প্রধান ডা. প্রবেশ মেহরা জানান, করোনা মুক্ত হওয়ার পরও দাঁতের ফাঁকে বা মুখের ভেতরে ভাইরাসের অবশেষ থেকে যেতে পারে। তা নতুন করে শক্তি পেয়ে আপনার শরীরের যেমন ক্ষতি করতে পারে, তেমনই আপনার পরিবারের অন্যান্য মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। আর এজন্যই আগের টুথব্রাশটি ফেলে নতুন ব্রাশ ব্যবহার করা উচিত।

সাধারণ জ্বর, সর্দি, কাশি বা মুখের ইনফেকশন হলেও ব্রাশ পরিবর্তেনর পরামর্শ দেওয়া হয়। সুস্থ মানুষেরও এক ব্রাশ খুব বেশিদিন ব্যবহার করা উচিত নয়। তাতে ভাইরাস বা ব্যাক্টেরিয়া জন্ম নিতে পারে।