মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বোর্ড তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার হোসেন্দী এলাকার সুপারবোর্ড নামের এ কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমান ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে বোর্ড করাখানাটিতে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
তালহা বিন জসিম জানান, গজারিয়ার জামালদি এলাকায় অবস্থিত কারখানাটি আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ২২ মিনিটে। একে একে ছয় গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চার ইউনিট রওয়ানা হয়েছে।






