গান গাওয়ায় পুলিশের জরিমানা, আগুনে ঘি ঢাললো বউ

গান গেয়ে অনেকেই জনপ্রিয়তা লাভ করেন। অথচ সেই গান গাওয়ার জন্যই কিনা জরিমানার মুখে পড়তে হয়েছে কানাডার এক ব্যক্তিকে। মূলত গাড়ি চালানোর সময় বেশ গলা ছেড়ে গান গাইছিলেন ৩৮ বছর বয়স্ক তৌফিক মোল্লা।

সুপার শপ থেকে ফেরার পথে রাস্তায় তার গাড়িটির গতি রোধ করে এক পুলিশ সদস্য। এরপর গাড়ির মধ্যে কিছুক্ষণ তল্লাশি চালায় পুলিশ। তার লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র যাচাই করে তাকে ১৪৯ ডলারের একটি জরিমানার টিকেট ধরিয়ে দেয় পুলিশ।

তার অপরাধ তিনি চিৎকার করে অন্যদের বিরক্ত করছেন। গান গাওয়ার জন্য জরিমানার মুখে পড়া প্রসঙ্গে তৌফিক বলেন, আমি জানতাম না আমার কণ্ঠ এতোটা খারাপ। কিন্তু পুলিশের জরিমানার টিকেটটি পেয়ে সত্যিই খুব মর্মাহত হয়েছি। আমি যদি কাউকে অপহরণ করতাম কিংবা বেআইনি কিছু গাড়িতে বহন করতাম তার জন্য আমাকে জরিমানা করলেও কিছু মনে করতাম না। তাই বলে গান গাওয়ার জন্য আমাকে জরিমানা করা হবে?

তার এমন দুর্গতির কথা শুনে তার স্ত্রীর মন্তব্য, তিনি থাকলে স্বামীর ঐ গানের জন্য নাকি দ্বিগুণ জরিমানা করতেন। ইউপিআই

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম