সুস্থ থাকতে চাইলে বিয়ে করুন : গবেষণা

ব্রিটেনের লগবোরোহ ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে, বয়সকালে স্মৃতিভ্রংশ ব্যাপক হারে দেখা যায়। এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে বিয়ে।

এ ছাড়াও সহায়তা করে বন্ধুত্ব। কাজেই বিবাহিত জীবন এবং বন্ধুত্বই বুড়োদের স্মৃতি হারানো থেকে বাঁচাতে পারে।

গবেষণায় বলা হয়, বয়স হলে আলঝেইমার্সের মতো রোগ সারাইয়ের কাজ করে থাকে বিয়ে। এ কাজে বিশেষজ্ঞরা একটানা ৭ বছর ধরে ৬৬৭৭ জন মানুষের ওপর গবেষণা চালিয়েছেন। আলঝেইমার্সের ঝুঁকি আগেভাগেই অনেকাংশে কমিয়ে আনে বিবাহিত জীবন। যদি কাছের কিছু বন্ধু-বান্ধব থাকে তবুও উপকার মিলবে।

আলঝেইমার্সে আক্রান্তদের ওপর গবেষণা করে দেখা গেছে, বেশ কিছু লক্ষণ আগে থেকেই দেখা দেয়। যেমন- মধ্যবয়সে শ্রবণশক্তি কমে আসা। বিষণ্নতা দেখা দেয় ধীরে ধীরে।

শারীরিকভাবেই অকর্মন্য ভাব চলে আসে। সামাজিকভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে মানুষ। উচ্চ রক্তচাপও দেখা দিতে থাকে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ২ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে