এখনও থামেনি রোহিঙ্গা নির্যাতন

মিয়ানমারে এখনও থামেনি রোহিঙ্গা নির্যাতন। এখনো মিয়ানমার থেকে আসছে রোহিঙ্গা মানুষের স্রোত। আর ইতোমধ্যে যারা এসে পড়েছে তারা ভাবতেও পারছেন না ফিরে যাবার কথা।

নতুন করে বাংলাদেশে প্রবেশ করা অনেকেরই এখনও ঠিকানা ঠিক হয়নি। হয়নি খাবার বা সাহায্য পাওয়ার নিশ্চয়তা। তাদের অনেকের কাছে বৃষ্টিতে ভেজা বা রোদে পোড়ার মতো বিষয় মাথায় নেই। তারা অনেকেই স্বামী বা সন্তান হারিয়েছেন। সামনের অনিশ্চয়তার সঙ্গে নির্যাতন বা ভয়ে ফেলে আসা স্মৃতিকেও ভুলতে পারছেন না।

গতমাসের ২৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত আসা রোহিঙ্গাদের সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। পাহাড়ের উপরে অস্থায়ী আবাসে নানান সংকটের মধ্যেও ভয়ে দেশে ফেরার কথা ভাবতে পারছেন না তারা।

ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বলছেন, বাংলাদেশের অনেক উদ্যোগের পরও মিয়ানমারে নির্যাতন বা আতঙ্ক বন্ধ হলে হয়ত নতুন করে আর কেউ উদ্বাস্তু হয়ে আসতো না।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ০৭ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ