আইসিডিডিআরবিতে গেলেন প্রধান বিচারপতি

রাজধানীর হেয়ার রোডের সরকারি বাস ভবন থেকে আজ রবিবার সকালে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ অব বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে গিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রবিবার সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে ওই হাসপাতালে যান তিনি। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান নেওয়ার পর ফের বাসার দিকে রওয়ানা দেন। পরে সকাল ৯টার দিকে হেয়ার রোডের বাসায় ফেরেন সুরেন্দ্র কুমার সিনহা।

এ সময় তার সঙ্গে নিয়মিত প্রটোকল সদস্য ও গাড়িবহর ছিল।

সূত্র জানায়, প্রধান বিচারপতি চিকিৎসার জন্য আইসিডিডিআরবিতে যান। চিকিৎসা নিয়ে সেখান থেকে বাসায় ফেরেন তিনি।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি ছিল সুপ্রিম কোর্টে। আদালত খোলার দিন ২ অক্টোবর প্রধান বিচারপতি এক মাসের (২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত) ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। বর্তমানে এক মাসের ছুটিতে আছেন প্রধান বিচারপতি।

তবে, বিএনপির অভিযোগ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর্যবেক্ষণের জেরে সরকার জোর করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠাতে বাধ্য করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ