মিয়ানমারের অন্যায় মেনে নেয়া হবে না : প্রধানমন্ত্রী

প্রতিবেশি দেশ হিসেবে মিয়ানমারের সাথে বাংলাদেশের সু সম্পর্ক রয়েছে। কিন্তু মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যে মানবতাবিরোধী কাজ চালাচ্ছে তা মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা যতদিন নিরাপদে ফিরে যেতে পারবেনা ততদিন বাংলাদেশেই থাকবে। মানবিক বিবেচনা করে বাংলাদেশে তাদেরকে অস্থায়ীভাবে রাখা হবে।

এসময় রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান শেখ হাসিনা।

‘প্রয়োজনে যারা মিয়ানমারের বিভিন্ন পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে তাদের ধরতে বাংলাদেশও সহযোগিতা করতে প্রস্তুত,’ বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন তাদের মানবিক সহায়তা দেয়া হবে। আর রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলবে বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি, আর্তনাদ ও মানবতার সেবায় সব সময় থাকবো।

রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক তাই তাদের ফিরিয়ে নিতে সে দেশের সরকারের প্রতি আহবান জানান তিনি।

কুতুপালং ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ছোট বোন শেখ রেহেনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিজিবির মহাপরিচালক আবুল হোসেন, র‌্যাব’র ডিজি বেনজীর আহমেদ, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, এনামুল হক শামীম, কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

এরপর সেখানে অবস্থানরত শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ