সাকিব ইস্যুতে খুশি নন মুশফিক

ছয় মাসের জন্য টেস্ট থেকে ছুটি চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েই বিসিবি থেকে শুধু দক্ষিণ আফ্রিকায় টেস্ট দল থেকে ছুটি পেয়েছেন সাকিব।

সাকিব দলে না থাকা মানে আসলে দুজনকে হারিয়ে ফেলা। ব্যাটিংয়ে যেমন বাংলাদেশের সেরা পারফরমার বোলিংয়েও বাংলাদেশের সেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের নায়ক ছিলেন। তাই তো সাকিবের ছুটি চাওয়ার প্রসঙ্গ স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।

অলরাউন্ডার সাকিব আল হাসানের আকস্মিক এই ছুটিতে খুশি নন মুশফিক। সাকিবের অভিষেকের পর স্বেচ্ছায় এবারই প্রথম ক্রিকেট থেকে দূরে থাকবেন সাকিব।

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এই ফরম্যাটেই অধিনায়ক বলে সাকিবের এই ছুটিতে খুশি নন মুশফিক। মুশফিক বলেন, টেস্টের অধিনায়ক হিসেবে অবশ্যই আমি এটাতে খুশি নই। কিন্তু সাকিব কাজের চাপ থেকে মুক্তি পেতেই বিশ্রাম চেয়েছে। তার ব্যক্তিগত সিদ্ধান্তকেও আমি শ্রদ্ধা জানাই। সে যদি ইনজুরির শিকার হতো, তাকে ছাড়াই আমাদের খেলতে হতো। এটা জীবনেরই অংশ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি