কানাডায় করোনা আক্রান্ত হয়ে পঞ্চম বাংলাদেশির মৃত্যু

কানাডার টরেন্টোতে গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন অব কানাডার প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালাম শরীফ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার কক্সওয়েল হাসপাতালে তার মৃত্যু হয়।

এ নিয়ে করোনাভাইরাসে টরেন্টোতে চারজন এবং অটোয়াতে একজন, মোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন অনেকেই।

এখনও প্রায় ১২ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে, কেউ ঘরে আইসোলেশনে রয়েছেন। কানাডায় এখন পর্যন্ত ৩১ হাজার ৯২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ১ হাজার ৩১০ জন। সেরে উঠেছেন ১০ হাজার ৫৪৩ জন।

মন্ট্রিয়লে দু’জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শিল্পী দেব হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল এবং পরিবার সূত্রে জানা গেছে। লিপি ধর নামে আরেকজন স্বাস্থ্যকর্মী হোম আইসোলেশনে ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন।