ব্রিটেনে করোনার ছোবলে আরও ২ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা। করোনায় মৃতদের তালিকা করারও চেষ্টা করছেন সংবাদকর্মীরা। ধারণা করা হচ্ছে প্রায় ১৪০ জন বাংলাদেশির এই মহামারিতে মৃত্যু হয়েছে।

আপাতত সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানেও রয়েছে মতভেদ। করোনায় মৃতদের তালিকা করারও চেষ্টা করছেন সংবাদকর্মীরা। সর্বশেষ মৃত্যুবরণকারীরা হচ্ছেন, আব্দুল হক চৌধুরী এবং সৈয়দ সরোয়ার হুসেন রানা।

গত ১৪ এপ্রিল মারা যান প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বামিংহাম প্রবাসী আব্দুল হক চৌধুরী। তার দেশের বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আশকান্দি ইউনিয়নের সদরাবাদ পিটুয়া গ্রামে।

সৈয়দ সরোয়ার হুসেন রানা গত ১৮ এপ্রিল স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার বড় লেখা উপজেলা ইটাউড়ি গ্রামে। তার পিতার নাম মরহুম সৈয়দ আব্দুর মোস্তাকিস।