মাছ ধরতে গিয়ে অস্ট্রেলিয়ায় দুই বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়ায় দুর্ঘটনা কিংবা অপঘাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তুলনামূলক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঢেউয়ে ভেসে গিয়ে মারা গেছেন মাহাদী খান ও মোজাফ্ফর আহমেদ নামের দুই বাংলাদেশি যুবক। সমুদ্রে মাছ ধরতে গিয়ে সিডনির অদূরে পোর্ট ক্যামলা উত্তাল ফিশিং পয়েন্টে সিডনি প্রবাসী এ দুই যুবক মারা যান। এএফপি এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধারকৃতদের পরিচয় শনাক্ত করতে পেরেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সিডনিতে বাংলাদেশি-অধ্যুষিত এলাকার ব্যবসায়ী মাহাদী খান ও মোজাফ্ফর আহমেদ প্রশান্ত মহাসাগরের তীরে প্রখ্যাত পোর্ট ক্যামলা এলাকায় মাছ ধরার জন্য যান। বিকেল ৭টার দিকে সমুদ্রের তীর ঘেঁষে মাছ ধরার সময় হঠাৎ প্রবল টেউয়ে তিনজন সমুদ্রে পড়ে যান। উদ্ধারকারীরা হেলিকপ্টার ও লাইফ বোর্ট দিয়ে এসে দ্রুত তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলে মাহাদী খান মারা যান। আর মোজাফ্ফর আহমেদকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ব্যবসায়ী হওয়ায় তারা সিডনিতে বাংলাদেশি অধ্যাষিতদের কাছে প্রিয় মুখ ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত মাসে একই স্থানে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারান ৩ জন। দুর্ঘটনা কিংবা অপঘাতে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তুলনামূলক মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে। পোর্ট ক্যামিব্রি এলাকাতে গত মাসে এক বাংলাদেশি যুবক মাছ ধরতে গিয়ে প্রাণ হারান। করোনাকালে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মানসিকভাবে বিপর্যস্ত প্রবাসীরা। তারপর একের পর এক মৃত্যুর সংবাদে প্রবাসীদের স্তব্ধ করে দিয়েছে।