কাতারে মসজিদে তারাবির নামাজ পড়তে না পারায় প্রবাসীদের আক্ষেপ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো কাতারেও আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাহে রমজান। করোনা পরিস্থিতি ও বিধি-নিষেধের কারণে দ্বিতীয়বারের মতো মসজিদে তারাবির নামাজ বন্ধ থাকায় বাসায় নামাজ আদায় করে পবিত্র মাহে রমজান শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে রমজান পালন নিয়ে প্রবাসীদের মধ্যে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই।

গত বছরের মতো এ বছরও মসজিদে তারাবির নামাজ পড়তে না পারার আক্ষেপ প্রবাসীদের। আসন্ন ঈদ উপলক্ষে দেশে ছুটিতে যাওয়ার জন্য টিকেট কেটে বসে আছেন বহু কাতার প্রবাসী বাংলাদেশি। কিন্তু ফ্লাইট চলাচলে নিষেজ্ঞা থাকায় ছুটিতে যেতে না পেরে হতাশায় ভুগছেন তারা।

উল্লেখ্য যে, কাতারে করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দেশটিতে জারি করা হয়েছে কঠোর বিধি-নিষেধ। কাতারে এখনো প্রতিদিন গড়ে আক্রান্তের হার প্রায় এক হাজার, বাড়ছে মৃত্যুর সংখ্যাও।