ফ্রান্সে বাংলাদেশি হাফেজকে হিফজ মাদরাসা থেকে পাগড়ি প্রদান

ফ্রান্সে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত হিফজ মাদরাসা থেকে প্রথম হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। গত রোববার হিফজুল কোরআন কোর্সের প্রথম হাফেজ আব্দুর রহমানকে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান (সিসিআইবিএফ) স্টাইন্স পরিচালিত মাদরাসা থেকে পাগড়ি পরানো হয়।

অনুষ্ঠানে সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রফেসর ঘামগি, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, শিক্ষক মাওলানা বেলাল উদ্দিন, পাগড়ি গ্রহণকারীর বাবা জনাব খান হাবীবুর রহমান, মাদরাসা কমিটির সদস্য জনাব কামরুল হাসান ও জনাব নুরুল ইসলাম।

মাদরাসা সূত্রে জানা গেছে, আরও দু’জন ২৯ পারা শেষ করেছে খুব শিগগিরই তাদেরকেও পাগড়ি প্রদান করবেন। এ ছাড়া ২০ পারা শেষ করেছেন পাঁচজন, ১৫ পারা শেষ করেছেন পাঁচজন, বাকীরা ৫ থেকে ১০ পারা শেষ করেছে।

মাদরাসা ও কমিউনিটি ব্যক্তিত্বরা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব শেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।