সাকিব-মুশফিকের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল-সৌম্য সরকার পঞ্চাশ রানের জুটি গড়েন। এরপর ফিরে যান তারা। পরে দলের হাল ধরেন সাকিব-মুশফিক। দু’জনে শত রানের জুটি গড়ে খেলছেন। ফিফটিও তুলে নিয়েছেন তারা।

সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে। তামিম ১৬ রানে আন্দালি ফেলুকায়োর বলে আউট হন। সৌম্য ৩০ বলে ৪২ করে ক্যাচ দেন। ক্রিজে থাকা সাকিব আল হাসান ৬৬ রানে খেলছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম ৬৪ রানে ক্রিজে আছেন।

এর আগে দলের অনুশীলনে তামিম ইকবাল চোট পান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিট হয়েই খেলছেন তিনি। একাদশে জায়গা পাননি সাব্বির রহমান। তার জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন। পিঠের ইনজুরিতে থাকা সাইফউদ্দিনও চোট কাটিয়ে ফিরেছেন দলে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, রেসি ভ্যান ডার ডোসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি