কোমা থেকে ফিরেছেন ফুটবলার আবদেলহাক নুরি

প্রায় তিন বছর পর কোমা থেকে ফিরেছেন ডাচ ফুটবলার আবদেলহাক নুরি। ২০১৭ সালের জুলাইতে ক্লাব পর্যায়ের একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টের পর মাঠে পড়ে যান তিনি।

২০১৭ সালের ৮ জুলাই মরক্কো বংশোদ্ভূত এই ডাচ ফুটবলার হৃদরোগে আক্রান্ত হন। আয়াক্স ও জার্মানির ক্লাব ওয়ার্ডার ব্রেমের মধ্যে একটা প্রীতি ম্যাচ চলা অবস্থায় এই ঘটনা ঘটে। এরপর তার গুরুতর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকে কোমায় ছিলেন তিনি।

ফুটবলারের ভাই আব্দেররাহিম এডিকে বলেন, ‘নুরি এখন ভালো আছে। বিশেষভাবে বানানো একটি বাড়িতে রাখা হয়েছে।’

‘ও কোথায় আছে, সেটি বুঝতে পারছে। পরিচিত পরিবেশে তার এখন ভালো লাগছে বলে আমরা ধারণা করছি। ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে তার পরিবারের লোকজন চোখের ইশারায় কথা বলছেন। বিছানায় শুয়ে কয়েকটি ফুটবল ম্যাচও দেখেছেন। তবে ও এখনো চব্বিশ ঘণ্টা বিছানাতেই থাকছে।