কী এলো মেসি-সুয়ারেসদের করোনা পরীক্ষার রিপোর্টে?

গোটা বিশ্বে চলছে করোনা তাণ্ডব। এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রচণ্ড আর্থিক ক্ষতির শিকার হয়েছে ফুটবল ক্লাব গুলো। এবার জীবনের তাগিদে আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ফুটবল ফিরছে ইউরোপে। মে মাসের মাঝেই শুরু হয়ে যাচ্ছে জার্মান বুন্দেসলিগা। লিগ শুরু করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন জার্মান চ্যান্সেলর। ইতালিতেও ধীরে ধীরে অনুশীলনে ফিরছে ক্লাবগুলো।

জনপ্রিয় স্প্যানিশ লা লিগা শুরুর ব্যাপারেও কথাবার্তা চলছে। যদিও বার্সোলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ সহ লা লিগার ক্লাবগুলো এখনও অনুশীলন শুরু করেনি। তবে প্রত্যেকটা ক্লাবই ধীরে ধীরে তাদের ফুটবলার সাপোর্ট স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করতে শুরু করেছে। হুয়ান গাম্পার স্পোর্টস কমপ্লেক্সে বার্সেলোনার সব ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার ৪৮ ঘণ্টা পর এর রিপোর্ট প্রকাশিত হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদ অনুযায়ী, মেসি-সুয়ারেসদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তাই তাদের অনুশীলনে যেতে আর কোনো বাধা থাকল না।

আজ শুক্রবার থেকেই অনুশীলনে ফিরছে বার্সেলোনা। স্বাস্থ্যবিধি মেনেই ফুটবলাররা অনুশীলন করবে। নিয়মানুযায়ী অনুশীলনের পর কেউ ড্রেসিংরুমে যেতে পারবেন না। মাঠ থেকে সোজা চলে যেতে হবে নিজ নিজ বাড়িতে।