যা বলার দরকার ছিল আমরা বলেছি, এবার মাঠে দেখাতে চান মেসিরা

কাল মাঠে ফিরেই জ্বলে উঠেছিলেন মেসিরা। আলাভেসের মাঠে পেয়েছিলেন পুরোনো ধার। কিকে সেতিয়েনের অধীনে প্রতিপক্ষের মাঠে ভালো না খেলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন গোলের বন্যায়। আলাভেসকে ৫-০ গোলে হারিয়ে মাথা উঁচু করেই লিগ শেষ করল বার্সেলোনা। মেসি মৌসুমের বাকিটাও এভাবেই শেষ করার প্রতিজ্ঞার কথা জানিয়ে রেখেছেন কাল।

গত ম্যাচে নিজেদের মাঠে ওসাসুনার কাছে হারার পর নিজের হতাশা ও ক্ষোভ লুকিয়ে রাখেননি লিওনেল মেসি। দলের খেলোয়াড় ও কর্মকর্তা সবাইকে বদলের ডাক দিয়েছিলেন। কর্মকর্তারা বদলে যাবেন কি না সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে কাল বার্সেলোনার খেলায় অন্তত পরিবর্তনের ছাপ ছিল। এতে সন্তুষ্ট মেসি, ‘আজ আমরা ভিন্ন কিছু দেখলাম। এটা কঠিন একটা ম্যাচ ছিল। ভিন্ন অনেকগুলো কারণেই কিন্তু দল মানসিকতা ও দায়িত্ববোধ দেখিয়েছে আজ। আমরা যা করতে চাই, সে পথে এক ধাপ এগিয়েছি আজ।’

তিন দিন আগেই পরিবর্তনের ডাক দিয়েছেন। কালকের খেলায় সে ছাপও দেখা গেছে। কাল দলের খেলার মধ্যে একাগ্রতা ও দৃঢ়তা দেখতে পেয়েছেন মেসি, ‘আমরা সবাই ভালোভাবে নিজেদের পর্যবেক্ষণ করেছি এবং আত্মসমালোচনা করেছি। অনেক কিছুই বুঝেছি। আমাদের মৌসুমটা ভালো যায়নি। আজ আমরা নিবেদন ও মানসিক দৃঢ়তা দেখিয়েছে- এ দুটো আমাদের সব সময় থাকা উচিত। মাঠের প্রতিপক্ষ যেই হোক না কেন, মানসিকভাবে তাদের সমান বা বেশি থাকতেই হবে।’

আগস্টে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। লিগ হাতছাড়া হলেও চ্যাম্পিয়নস লিগ দিয়ে সমর্থকদের এই মৌসুমের হতাশা কাটিয়ে তোলা সম্ভব। মেসি চাইছেন, মাঠেই সব সমস্যার সমাধান করতে, ‘আমাদের জন্য এখন পরিস্থিতি শান্ত থাকাটা দরকার। আশা করি দুই প্রতিযোগিতার মাঝের বিরতি সেটা আমাদের দেবে, আমাদের মাথা পরিষ্কার করার সুযোগ দেবে। যা বলার দরকার ছিল আমরা বলেছি, নিজেদের সমালোচনা করেছি। আর কিছু বলার দরকার নেই, এখন সেটা মাঠে দেখানোর পালা।’