লিওনেল মেসির কারণে জীবন বদলে গেল অন্ধ শিশুটির

লিওনেল মেসি পায়ের জাদুতে যেমন বিরাজ করেন কোটি ভক্তের মনে এবং বদলে দিয়েছেন ফুটবলকে, তেমনি বদলে দিয়েছেন অনেক মানুষের জীবন। তার আয়ের বড় একটা অংশ দাতব্য সংস্থার কাজে লাগান। করোনাভাইরাস মহামারির মধ্যে সাধ্যমতো দান করছেন। বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসা সরঞ্জাম। এবার মেসির কারণে জীবন বদলে গেল ১০ বছর বয়সী একটি দৃষ্টিহীন শিশুর। তার নাম মাইকি পুলি।

ফুটবল দেখতে খুব পছন্দ করে পুলি। সে আবার আর্সেনালের সমর্থক। মাত্র ৬ বছর বয়সে সে দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলে। তবে অন্ধ হলেও সে কিন্তু ফুটবলার। পুলিকে নিজের ‘ড্রিম টিম’ এ নিয়েছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা এই দল বানিয়েছেন অন্ধদের দৃষ্টিশক্তি ফেরানোর জন্য। ওরক্যাম টেকনোলজিস নামের এ প্রতিষ্ঠান অন্ধদের জন্য বিশেষ চশমা প্রস্তুত করেছে। এই বিশেষ চশমাটি প্রতিবছর মেসি দৃষ্টিহীনদের দান করে থাকেন।

ছয় বছর বয়নে ‘রড কন ডিস্ট্রোফি’ রোগের জন্য চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন পুলি। ‘ওরক্যাম মাই আই’ চশমা তাকে লেখা, বিভিন্ন বস্তু এবং লোকের কথা বুঝতে সাহায্য করবে। পুলি বলেছেন, ‘ফুটবল আমার কাছে সবকিছু।

আমি এটা খেলতে ভালোবাসি। মেসির সঙ্গে দেখা হলে তাকে বলবে আর্সেনালে একদিনের জন্য খেলতে পারি কি না।’ অন্যদিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসি এ বিষয়ে লিখেছেন, ‘অন্ধ ও দৃষ্টিশক্তির সমস্যায় থাকা মানুষদের সাহায্য করতে পেরে গর্ব লাগছে।’