করোনা আক্রান্ত ইন্টার মিলানের ইংলিশ ডিফেন্ডার অ্যাশলে ইয়ং

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইন্টার মিলানের ইংলিশ ডিফেন্ডার অ্যাশলে ইয়ং। বর্তমানে স্বেচ্ছা-আইসোলেশনে আছেন তিনি। আজ রোববার (১১ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাবটি।

আপাতত আন্তর্জাতিক বিরতির কারণে বন্ধ আছে ইউরোপের ফুটবল লিগ। যার কারণে ইয়ংয়ের করোনা আক্রান্ত হওয়ায় কোনো প্রকার দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না নেরাজ্জুরিদের।

ইয়ং ইংল্যান্ডের জার্সিতে ৩৯ ম্যাচে করেছেন ৭ গোল। চলতি বছর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি টেনে সান সিরোতে আসেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার।