আপিলেও নিষেধাজ্ঞা বহাল মেসির

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে আপিল করেও ক্লাবের সুপারস্টার লিওনেল মেসির নিষেধাজ্ঞা কমাতে পারলো না। আগের শাস্তিই বহাল রইলো বার্সেলোনা ক্লাবের এই সুপারস্টারের। ফলে কাতালানদের পরের ম্যাচেও খেলা হচ্ছে না তার।

প্রসঙ্গত, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের এক ফুটবলারকে থাপ্পড় মেরে লালকার্ড দেখেন লিও। ১৭ বছরের ক্যারিয়ারে যেটি প্রথম। কিন্তু ম্যাচে তাকে মাঠ থেকে বের করেই ক্ষান্ত হয়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দিয়েছে ২ ম্যাচের নিষেধাজ্ঞাও।

এরপর বার্সেলোনা দেশটির ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির কাছে শাস্তি কমানোর জন্য আবেদন করে। তবে তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়ে দিয়েছে, বহাল থাকবে শাস্তি।