রেকর্ড গড়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

ইংল্যান্ডের শীর্ষ লিগের দল হিসেবে দেশটির ঘরোয়া ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে ম্যান সিটি। এফএ কাপের পঞ্চম রাউন্ডে বুধবার (১০ ফেব্রুয়ারি) সোয়ানসি সিটির মাঠে ৩-১ গোলের জয়ে রেকর্ডটি গড়ে পেপ গার্দিওলার দল।

সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৫ ম্যাচ জিতল সিটি। ১৮৯১-৯২ মৌসুমে প্রেস্টন ও ১৯৮৭-৮৮ মৌসুমে আর্সেনাল টানা ১৪টি করে ম্যাচ জিতেছিল। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটি সবশেষ হেরেছিল গত নম্ভেম্বরে, লিগে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে।

সোয়ানসি সিটির মাঠে ম্যাচের ৩০তম মিনিটে কাইল ওয়াকারের গোলে এগিয়ে যায় সিটি। বিরতির পর ম্যাচের ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টার্লিং।

এর তিন মিনিট পর গোল করে ব্যবধান ৩-০ করেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৭৭তম মিনিটে মরগান হোয়াইটাকার সোয়ানসি সিটির পক্ষে একটি গোল পরিশোধ করেন। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ জয়ের ফলে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।