ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, ভারতের অবনতি

ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর ফলে ১৮৬ থেকে ১৮৪ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের দল। গত ১৮ ফেব্রুয়ারির পর আবার র‍্যাংকিং ঘোষণা করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সবশেষ প্রকাশিত এই র‍্যাংকিংয়ে ১৮৬ নম্বরে ছিল জেমি ডে’র শিষ্যরা। সেখান থেকে দুই ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। যদিও বাংলাদেশ গত ২৯ মার্চ নেপালের কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হেরেছে। নেপালের অবস্থানে পরিবর্তন হয়নি। আগের মতোই তারা ১৭১ নম্বরে আছে।

এদিকে, ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হলেও পিছিয়েছে ভারত। এক ধাপ নেমে তারা এখন ১০৫ নম্বরে। অপরদিকে, শীর্ষ ৬ দেশের অবস্থান অপরিবর্তিত আছে।