ম্যাচ শুরুর ৮ সেকেন্ডে গোল করে এমবাপ্পের রেকর্ড

লিগ ওয়ানের ম্যাচে গতকাল রোববার (২১ আগস্ট) রাতে লিলের বিপক্ষে পিএসজি মাঠে নেমেছিল। ম্যাচ শুরুর মাত্র ৮ সেকেন্ডে পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে গোল করে বসেন। বিশ্বকাপজয়ী এ স্ট্রাইকার কিক অফের পর এত দ্রুত সময়ে গোল করে রেকর্ড গড়েছেন।

মাঠে ততক্ষণে হয়তো অনেকে নিজ আসনে ঠিকভাবে বসেনওনি। আর লিলের ফুটবলাররা তো কিছু বুঝে উঠার আগেই তারা গোল খেয়ে বসে। নেইমার, মেসি ও ভেরাত্তি নিজেদের মধ্যে পাস করতে করতেই এমবাপ্পে লিলের ডি-বক্সে ঢুকে যান। তা নজর এড়ায়নি মেসির। সঙ্গে সঙ্গেই লিলের খেলোয়াড়দের মাথার ওপর দিয়ে বল পাস দিয়ে দেন এমবাপ্পের পায়ে। আর এমবাপ্পে তা লিল গোলরক্ষক লিও জার্দিমের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান। তাতেই নিজের নাম লিখে ফেলেন লিগ ওয়ানের এক রেকর্ডে।

লিগ ওয়ান নামে ফরাসি এ লিগ যাত্রা শুরু করে ২০০২ সালে। সেই লিগ ওয়ানের সবচেয়ে দ্রুততম গোলের মালিক এখন কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপ’-এর হিসাব অনুযায়ী এমবাপ্পে গোলটি করেছেন ৮.৯ সেকেন্ডে।

তবে ২০০২ সালের আগে ফরাসি লিগের নাম ছিল ডিভিশন ওয়ান। সেই হিসাব ধরলে এমবাপ্পের গোলটি ফরাসি লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি কানের বিপক্ষে ৭.৫ সেকেন্ডে গোল করেন কায়েনের মিশেল রিও।

এদিকে ফরাসি লিগ ওয়ানে এমবাপ্পের গোলটি সবচেয়ে দ্রুততম হলেও ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোলের তালিকায় এমবাপ্পের গোলটি স্থান পেয়েছে সেরা দশে। ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল করেছেন ডেনমার্কের স্ট্রাইকার নিকলাস বেন্ডটনার। সাবেক আর্সেনালের এ স্ট্রাইকার মাঠে বদলি হিসেবে নেমে মাত্র ১.৮ সেকেন্ডে ফ্যাব্রেগাসের কর্নার থেকে হেড করে গোল করেছিলেন টটেনহ্যামের বিপক্ষে।

তবে ম্যাচ শুরুর হিসাব ধরলে মাত্র ২ সেকেন্ডে গোল করে ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলটি করেছিলেন মার্ক বারোজ। কাওস স্পোর্টসের খেলোয়াড় ইস্টলেগের বিপক্ষে গোলটি করেছিলেন।

এবার আসা যাক সেই ম্যাচটির ফল কি হয়েছিল। মাত্র ৮ সেকেন্ডে গোল খেয়ে এমনিতেই দিশেহারা হয়ে পড়া লিল শেষ পর্যন্ত ম্যাচটি হারে ১-৭ গোলে। দ্রুততম গোলের পাশাপাশি এমবাপ্পে আরও দুই গোল করে হ্যাট্রিক পূরণ করেন। নেইমার করেন জোড়া গোল। আর মেসি ও হাকিমি পান একটি করে গোল। লিলের হয়ে একমাত্র গোলটি করেন জোনাথন বামবা।