১০ জিবি র‌্যামে আসছে নকিয়ার যে নতুন ফোন

নকিয়ার ফ্লাগশিপ ডিভাইস সোয়ান টু অবশেষে বাজারে আসছে। নকিয়ার এই ফোনটিতে ১০ জিবি র‌্যাম ও ৫১২ জিবি রম থাকছে।

ফোনটিতে আছে ৬ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর ৮৩৬ ব্যবহার করা হয়েছে। অক্টাকোর প্রসেসরের এই ফোনটিতে অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকছে।

ছবির জন্য ফোনটিতে থাকছে ২৪ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা।

এই ফোনটি দুইটি মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটিতে থাকছে ২৫৬ জিবি মেমোরি। অন্যটি আসবে ৫১২ জিবি মেমোরিতে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং ৪.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়েছে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ফোনটি বাজারে আসবে।

তবে ফোনটির দরদাম সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ১৮৪৫ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ