হ্যাজলউডের বাংলাদেশ সফর শেষ

অস্ট্রেলিয়ার জন্য আরেকটি দুঃসংবাদ। এই মুহূর্তে দলের সেরা ফাস্ট বোলার জশ হ্যাজলউডের বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে। মঙ্গলবার মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালে ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরির কারণে এদিন মাত্র ৭ বল করেই মাঠ ছেড়েছিলেন। দিনের খেলা শেষে জানা গেছে, বাংলাদেশে আর খেলাই হবে না হ্যাজলউডের। তার মানে দরকারে বুধবার হ্যাজলউডের ব্যাট করাও অনিশ্চিত। চট্টগ্রাম টেস্টে খেলা হবে না তার। ভারতে সামনের সীমিত ওভারের সিরিজও মিস করবেন।

এদিন সকালে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখন হ্যাজলউডকে দরকার পড়লো। কিন্তু পুরো ইনিংসে মাত্র ৪.১ ওভার বল করতে পারলেন। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বল করার পর সাইড স্ট্রেইন টের পান। প্রচণ্ড ব্যথা। তারপর পরীক্ষা করে দেখা গেলো গুরুতর বিষয়টা। তবু প্রয়োজনে দেশে ফেরার আগে ব্যাট করতে পারেন। মিরপুরে অস্ট্রেলিয়াকে চতুর্থ ইনিংসে ২৬৫ রানের টার্গেট দিয়েছে বাং লাদেশ। ২ উইকেট হারিয়ে ১‌০৯ রান করেছে স্টিভেন স্মিথের দল। আর ১৫৬ রান করলে তাদের জয়। চতুর্থ দিনে তার আগে ৮টি উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশ ভাসবে ঔতিহাসিক জয়ের উৎসবে।

হ্যাজলউডের ইনজুরিতে এখন ১৪ সদস্যের অস্ট্রেলিয়া দলে পেসার থাকলেন আর দুজন। প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড। কামিন্স এই ম্যাচে খেলছেন। বার্ড না। স্পিনের ওপরই ভরসা অস্ট্রেলিয়ার। তবে তাদের বাংলাদেশে আসতেই হয়েছে দুজন বিশ্বমানের ফাস্ট বোলারকে দেশে রেখে। মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন ইনজুরির কারণে এই সফরে নেই। ইনজুরিতে তাদের সাথে এবার যোগ হলো হ্যাজলউডের নাম। বুধবার অস্ট্রেলিয়া দল বাংলাদেশে খেলার জন্য হ্যাজলউডের বদলে অন্য একজনের নাম ঘোষণা করবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ