মিয়ানমারে যা হয়েছে তা আমরা পর্যবেক্ষণ করছি: চীনের মুখপাত্র

মিয়ানমারে স্টেট কাউন্সিলর অং সান সু চি-সহ শীর্ষ নেতাদের গ্রেফতারের পর সেনাবাহিনী ক্ষমতাগ্রহণের ঘটনা চীন পর্যবেক্ষণ করছে। সোমবার একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।

উক্ত বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মিয়ানমারে যা হয়েছে তা আমরা পর্যবেক্ষণ করছি এবং কী হচ্ছে তা বোঝার চেষ্টা করছি।

এ বিবৃতিতে আরও বলা হয়, চীন মিয়ানমারের বন্ধুসুলভ প্রতিবেশী। আমরা আশা করি, মিয়ানমারের সব পক্ষই সংবিধান ও আইনি কাঠামোর আওতায় যথাযথভাবে তাদের মতপার্থক্য পরিচালনা করে রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে।

এদিকে, মিয়ানমারে চীনের যথেষ্ট অর্থনৈতিক স্বার্থ রয়েছে। দেশটির মধ্য দিয়ে তেল-গ্যাস পাইপলাইনের বিশাল প্রকল্প রয়েছে চীনের।