লোকসভা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত। এরপরই তুরষ্কে সেড়ে ফেলেছেন বিয়ে। বিয়ে শেষে দেশে লোকসভায় সফত নিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এরপরই নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। এসবের মাঝেই ভক্তদের জন্য সুসংসবাদ দিলেন ‘খোকা-৪২০’ খ্যাত এ অভিনেত্রী। দীর্ঘদিন পর আবার বড় পর্দার জন্য প্রস্তুত হতে যাচ্ছেন নুসরাত।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, পাভেলের পরিচালনায় ‘অসুর’ নামে একটি ছবিতে দেখা যাবে নুসরাতকে। এতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন কলকাতার সুপারস্টার জিৎ। এছাড়া আবির চট্টোপাধ্যায়কেও দেখা যাবে।
আরও পড়ুন:
বিয়ের পর এটাই তার প্রথম ছবি। পাভেলের পরিচালনায় আগস্টেই শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির শুটিং। বিয়ের আগে নুসরাতের সর্বশেষ ছবি ছিল ‘নাকাব’। এতে তার বিপরীতে ছিলেন বাংলাদেশর সুপারস্টার শাকিব খান।
এর আগে জিতের সঙ্গে \’বাচ্চা শ্বশুর ছবিতে কাজ করেছেন পাভেল। তখন থেকেই তৈরি হচ্ছিল ‘অসুর’-এর প্লট। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষেই মুক্তি পাবে ‘অসুর’।





