ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: পুলিশের ৩ মামলা দায়ের

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-সমাবেশ, ভাঙচুর তাণ্ডবের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পুলিশ বাদী মামলা তিনটি দায়ের করা হয়।

এর মধ্যে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ও সদর মডেল থানার ২ নম্বর ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়। তিনটির মধ্যে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান দু’টি ও জেলা সদরের মেড্ডা এলাকায় তাণ্ডব চালানোর ঘটনায় এসআই মোসলেহ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ ফাঁড়ির মামলা দু’টিতে অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। আর মেড্ডায় মামলায় আসামি দেড় হাজার। ইতোমধ্যে তাণ্ডবের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার এসপি মো. আনিসুর রহমান বলেন, বিকেলের দিকে মামলা তিনটি নথিভুক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষও মামলা দায়ের করবেন।

Scroll to Top