\’মামা সময় এখন ডাবলের\’

দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাস-মিনিবাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় সরকার। এরপর ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। বাসমালিকেরা বাড়তি ভাড়া ঠিকই আদায় করছেন, কিন্তু অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা মানছেন না। এমনকি বাসের ভেতরে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও উদাসিনতা দেখা গেছে। দিনভর বাসে উঠতে না পেরে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।

\"bus

বাস কন্টাকদার রহিমের কাছে লেটেস্টবিডি নিউজ এর প্রতিবেদক প্রশ্ন করেন কেন অর্ধেক যাত্রী নিয়ে বাস চালাচ্ছেন না , উত্তরে সে বলেন মামা সময় এখন ডাবলের তাই বাস পুরাডা ভইরা চালাইতাছি।

\"bus

এইদিকে দেশে প্রতিদিনই বাড়ছে মহামারি করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। আমাদের দেশে গনপরিবহন হচ্ছে করোনা ছড়ানোর অন্যতম প্রধান একটি মাধ্যম। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা থাকলেও তা মানছে না গনপরিবহন কর্মীরা।