ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে এবার তথ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা জানায়, সহকারী কোচ মাহবুব আলী জাকি অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার পর আরও তথ্য জানানো হবে।
বিপিএলকে সামনে রেখে মাত্র দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। বেশ সাবলীলভাবেই কথা বলছিলেন দলের ভাবনা নিয়ে। যথারীতি ঢাকার প্রথম ম্যাচের আগেও শিষ্যদের নিয়ে কাজ করছিলেন।
তবে আজ ম্যাচ শুরুর ঠিক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল টিমের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। কোচের দ্রুত সুস্থতা কামনা করছেন খেলোয়াড় ও সমর্থকেরা।






