অতি দ্রুত ধেয়ে আসছে ‘কালবৈশাখী’

গ্রীষ্ম আসতে এখনও বেশ খানিকটা দেরী রয়েছে। বাতাসে এখন বসন্তের হাওয়া। সঙ্গে রয়েছে ঋতু পরিবর্তনের বাতাসও। কিন্তু এমন সময়ও নাকি কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিচ্ছে।

আবহাওয়ার এমন ভাবের খবর মিলছে হাওয়া অফিস সূত্রে।

ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উত্তর ভারত থেকে পশ্চিমি ঝঞ্ঝা রাজ্যের দিকে এগিয়ে আসছে। তার জেরে সোমবার থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটার রূপ নাকি অনেকটা কালবৈশাখী ধাঁচের হতে পারে।

আবহাওয়াবিদরা স্পষ্ট করে জানাচ্ছেন, এইবারের বৃষ্টির চরিত্রগত পার্থক্য থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে যেমন কালবৈশাখীর সময় হয় ঠিক তেমনটা। বজ্রপাত, শিলাবৃষ্টিও হতে পারে দক্ষিনবঙ্গে। বৃষ্টিপাতের পরিমাণও এই মরসুমের অন্যন্যবারের বৃষ্টির তুলনায় বৃষ্টি বেশি হতে পারে৷

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমান রয়েছে ৯৫ শতাংশ , সর্বনিম্ন ৪২ শতাংশ।

Scroll to Top