এখন কী করবেন সৈয়দ আশরাফের একমাত্র কন্যা রিমা?
জন্ম যুক্তরাজ্যে। বড় হওয়া, শিক্ষা-দীক্ষা এবং পেশাস্থলও বিলাতে। পিতার মৃত্যু তাকে এক টানে নিয়ে এসেছে সাত সমুদ্র তেরো নদীর অপর তীরে। মহাদেশ পেরিয়ে পিতৃভূমি বাংলাদেশ এখন তার ঠিকানা। নিরব, কান্নাভেজা চোখে পিতার জানাজা ও শেষ শয্যায় অনুগমন করেছেন তিনি। আর […]
