লক্ষ্মীপুরে মায়ের ঝুলন্ত মরদেহ দেখে স্ট্রোক করলেন বড় ছেলে

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রাম থেকে জুলেখা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময় মায়ের ঝুলন্ত মরদেহ দেখে স্ট্রোক করে তার বড় ছেলে খোরশেদ আলম। নিহত গৃহবধূ ছিলেন ওই গ্রামের মহিন উদ্দিনের স্ত্রী।

জানা যায়, গতকাল রাতের খাওয়া শেষে ১২টার দিকে জুলেখা বেগম ঘুমাতে যান। তখন পরিবারের অন্য সদস্যরাও ঘুমিয়ে পড়েছিলেন। রাতের কোনো একসময় ঘর থেকে বের হয়ে জুলেখা কাঁঠালগাছের সাথে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেন। সকালে ঘুম থেকে উঠে জুলেখার পুত্রবধূ ফেন্সি বেগম শাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। এ সময় মায়ের ঝুলন্ত মরদেহ দেখে তার বড় ছেলে খোরশেদ আলম স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ প্রসঙ্গে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’