টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সময় অনুযায়ী ১১.৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়।

এর আগে নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। বৃষ্টির কারণে শেষ ম্যাচটি নেমে এসেছে ১০ ওভারে। প্রথম তিন ওভার হবে পাওয়ার-প্লে।

এই ম্যাচে অধিনায়ক মাহমুদউদল্লাহ রিয়াদকে পাচ্ছে না টাইগাররা। উরুতে চোট পেয়ে ছিটকে গেছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। মাহমুদউল্লাহর পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সপ্তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। এছাড়া শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে তিন পরিবর্তন নিয়ে। একাদশে জায়গা পেয়েছেন নাজমুল হাসান শান্ত, মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেন।

মাহমুদউল্লাহ না থাকায় ২০০৬ সালের পর প্রথমবারের মতো পঞ্চপাণ্ডবকে ছাড়া আজ মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে থাকলেও চোটের কারণে টি-টোয়েন্টিতে নেই মুশফিকুর রহিম। অন্যদিকে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন পঞ্চপাণ্ডবের আরেকজন তামিম ইকবাল।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। আজকে হারলে তিন ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইওয়াশের লজ্জায় ডুববে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনও জয়ের স্বাদ পায়নি টাইগাররা। কিউইদের ঘরের মাটিতে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে মোট ৩১ ম্যাচে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাশ (অধিনায়ক-উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টড অ্যাশটেল, লোকি ফার্গুসন।