পোলার্ডের দোষে রোহিতকে গুনতে হলো ১২ লাখ রুপি জরিমানা!

দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারতের জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঙ্গলবারের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হয়েছে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে।

ধীরগতির ওভার রেটের জন্য রোহিতকে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। অথচ রোহিতের চোটের জন্য প্রায় পুরো ম্যাচ নেতৃত্ব দিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। অর্থাৎ পোলার্ডের দোষে ১২ লাখ রুপি দিতে হচ্ছে রোহিতকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, আসরে প্রথমবার ধীরগতির ওভার রেটের অর্থ জরিমানা হলো ১২ লাখ রুপি। সে অর্থ পুরোটাই দিতে হয় অধিনায়ককে। দ্বিতীয়বারের ক্ষেত্রে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকিদের ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি জরিমানা করা হবে।

একই আসরে তৃতীয়বার ধীরগতির ওভার রেটের দায়ে দোষী হলে, অধিনায়ককে ৩০ লাখ রুপি জরিমানা করা হবে। সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধও করা হবে। আর একাদশের বাকিদের জরিমানা দিতে হবে ম্যাচ ফির ৫০ শতাংশ বা ১২ লাখ রুপি।