কলকাতার অধিনায়ক সাকিবকে করার পরামর্শ

আইপিএলের চলমান আসরে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে উঠতে হলে এখন সামনে একটাই সমীকরণ, জিততে হবে সবগুলো ম্যাচ। এরপরও রয়েছে যদি-কিন্তু। অর্থাৎ সবগুলোই ডু অর ডাই ম্যাচ। এমন অবস্থায় অফফর্মে থাকা কেকেআরের অধিনায়ক ইয়ন মরগানকে অপসারণের দাবি উঠেছে। কিন্তু কে হবেন নতুন অধিনায়ক?

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া সেটির জন্য একটি উপায় বাতলে দিয়েছেন । তিনি বলেছেন, সাকিব আল হাসানকে অধিনায়ক বানিয়ে একাদশে ফেরানো হোক।

চলতি মৌসুমে বেশ ঘটা করে সাকিবকে কিনে নেয় কলকাতা। তাকে কেন্দ্র করে শিরোপা পুনরায় ঘরে তোলারও স্বপ্ন দেখে ফ্রাঞ্জাইজিটি। কিন্তু প্রথম তিন ম্যাচ খেলানোর পর একাদশে আর সুযোগ মেলেনি বাংলাদেশি তারকার। তার বদলি হিসেবে নামা অভিজ্ঞ সুনীল নারাইন যে খুব একটা ভালো করছেন, তাও বলা যাবে না। তবুও কেকেআরের একাদশে সাকিব উপেক্ষিত।

অন্যদিকে, আসরের শুরু থেকেই অফফর্মে দলটির ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তার ব্যাট যেন হাসতেই ভুলে গেছে। দলের বিপদে তিনি বিপদ আরও বাড়িয়ে দিচ্ছেন। সবমিলিয়ে সমর্থকরা মরগানের নেতৃত্বে খুশি নন।

এক টুইট বার্তায় আকাশ চোপড়া বলেন, ‘হতাশাজনক সময়, মরিয়া অবস্থা। কেকেআর কী চিন্তা করবে আসন্ন খেলাগুলোর জন্য সাকিবকে অধিনায়ক বানাতে? মরগানের বিরুদ্ধে কিছু নয়। কিন্তু যদি রান না আসে, তারা কেবল নয়। সেরা খেলোয়াড়দের ক্ষেত্রেও এটা ঘটতে পারে। সাকিব ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। কেবল ভাবছি?’