বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

আগামী ৩ নভেম্বর সিলেট সিক্সারস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। প্রথমবারের মতো বিপিএলের খেলা মঞ্চস্থ হচ্ছে সিলেটে। অপর দুই ভেন্যু ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১২ ডিসেম্বর ঢাকায় আসরের ফাইনাল।

সিলেটে ৮টি আর ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে। সিলেট পর্ব শেষে ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ঢাকায় গড়াবে বিপিএল। ঢাকায় মোট ১৬টি ম্যাচ আয়োজনের পর ২৪ নভেম্বর থেকে খেলা হবে আসরের তৃতীয় ভেন্যু চট্টগ্রামে। সেখানে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী গ্রুপ পর্যায়ে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। শুক্রবার ছাড়া প্রতিদিনের প্রথম ম্যাচটি চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫.২০ পর্যন্ত। এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টা থেকে ১০.২০টা। সাপ্তাহিক ছুটি শুক্রবারগুলোতে প্রথম ম্যাচটি ২.৩০টায় শুরু হয়ে শেষ হবে ৫.৫০টায়। আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭.১৫ টা থেকে ১০.৩৫টা পর্যন্ত মাঠে গড়াবে।

একনজরে চূড়ান্ত সূচি:

তারিখম্যাচ নম্বরমুখোমুখিসময়ভেন্যু
নভেম্বর ৩সিলেট বনাম ঢাকাদুপুর ২.৩০সিলেট
রাজশাহী বনাম রংপুরসন্ধ্যা ৭.১৫
নভেম্বর ৪সিলেট বনাম কুমিল্লাদুপুর ২টা
খুলনা বনাম ঢাকাসন্ধ্যা ৭টা
নভেম্বর ৬চিটাগং বনাম কুমিল্লাদুপুর ২টা
সিলেট বনাম রাজশাহীসন্ধ্যা ৭টা
নভেম্বর ৭রংপুর বনাম চিটাগংদুপুর ২টা
সিলেট বনাম খুলনাসন্ধ্যা ৭টা
নভেম্বর ১০রংপুর বনাম রাজশাহীদুপুর ২.৩০ঢাকা
১০ঢাকা বনাম সিলেটসন্ধ্যা ৭.১৫
নভেম্বর ১১১১চিটাগং বনাম খুলনাদুপুর ২টা
১২রাজশাহী বনাম কুমিল্লাসন্ধ্যা ৭টা
নভেম্বর ১৩১৩ঢাকা বনাম খুলনাদুপুর ২টা
১৪কুমিল্লা বনাম চিটাগংসন্ধ্যা ৭টা
নভেম্বর ১৪১৫খুলনা বনাম সিলেটদুপুর ২টা
১৬ঢাকা বনাম চিটাগংসন্ধ্যা ৭টা
নভেম্বর ১৭১৭রাজশাহী বনাম সিলেটদুপুর ২.৩০
১৮খুলনা বনাম চিটাগংসন্ধ্যা ৭.১৫
নভেম্বর ১৮১৯ঢাকা বনাম রাজশাহীদুপুর ২টা
২০রংপুর বনাম কুমিল্লাসন্ধ্যা ৭টা
নভেম্বর ২০২১ঢাকা বনাম কুমিল্লাদুপুর ২টা
২২সিলেট বনাম রংপুরসন্ধ্যা ৭টা
নভেম্বর ২১২৩রাজশাহী বনাম খুলনাদুপুর ২টা
২৪ঢাকা বনাম রংপুরসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৪২৫খুলনা বনাম রংপুরদুপুর ২.৩০চট্টগ্রাম
২৬চিটাগং বনাম সিলেটসন্ধ্যা ৭.১৫
নভেম্বর ২৫২৭কুমিল্লা বনাম রাজশাহীদুপুর ২টা
২৮চিটাগং বনাম রংপুরসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৭২৯চিটাগং বনাম ঢাকাদুপুর ২টা
৩০খুলনা বনাম রাজশাহীসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৮৩১রংপুর বনাম সিলেটদুপুর ২টা
৩২খুলনা বনাম কুমিল্লাসন্ধ্যা ৭টা
নভেম্বর ২৯৩৩চিটাগং বনাম রাজশাহীদুপুর ২টা
৩৪কুমিল্লা বনাম ঢাকাসন্ধ্যা ৭টা
ডিসেম্বর ২৩৫কুমিল্লা বনাম রংপুরদুপুর ২টাঢাকা
৩৬ঢাকা বনাম রাজশাহীসন্ধ্যা ৭টা
ডিসেম্বর ৩৩৭সিলেট বনাম চিটাগংদুপুর ২টা
৩৮রংপুর বনাম খুলনাসন্ধ্যা ৭টা
ডিসেম্বর ৫৩৯কুমিল্লা বনাম খুলনাদুপুর ২টা
৪০রাজশাহী বনাম চিটাগংসন্ধ্যা ৭টা
ডিসেম্বর ৬৪১ঢাকা বনাম রংপুরদুপুর ২টা
৪২কুমিল্লা বনাম সিলেটসন্ধ্যা ৭টা
ডিসেম্বর ৮৪৩এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দল)দুপুর ২.৩০
৪৪প্রথম কোয়ালিফায়ার (পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল)সন্ধ্যা ৭.১৫
ডিসেম্বর ১০৪৫দ্বিতীয় কোয়ালিফায়ার (৪৩ নম্বর ম্যাচে জয়ী দল ও ৪৪ নম্বর ম্যাচে পরাজিত দল)সন্ধ্যা ৭টা
ডিসেম্বর ১২৪৬ফাইনাল (৪৪ ও ৪৫ নম্বর ম্যাচে জয়ী দল)সন্ধ্যা ৭টা
ডিসেম্বর ১৩ফাইনালের জন্য রিজার্ভ ডে

 

বাংলাদেশ সময় : ১২১১ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

 

Scroll to Top