রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানী ঢাকার হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার (২৬ মে) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, সকালে হাতিরঝিল থানাধীন রামপুরা নতুন রাস্তা ডিআইটি রোডে দুটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলচালকই ছিটকে পড়ে যায়। এতে অজ্ঞাতপরিচয় এক চালক গুরুতর আঘাত পায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অপর মোটরসাইকেলচালক কোনো আঘাত পায়নি। ঘটনাস্থল থেকেই তিনি পালিয়ে গেছেন।

তিনি আরো জানান, নিহতের সঙ্গে থাকা আরমানা অ্যাপারেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের আইডি কার্ড পাওয়া গেছে। তাতে তার নাম আনোয়ার হোসেন, বয়স ৩৭ বলে জানা গেছে। তবে, এটি এখনও নিশ্চিত না। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।