নাটোরে টাকা নিয়ে দ্বন্দ্ব, অতঃপর সৎ বোনের হাতে ভাই খুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকপাড়া গ্রামে ধারের পাঁচ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বোনের লাঠির আঘাতে ভাই মো. মনিরুল ইসলাম (৩৫) খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত নিহতের সৎ বোন উম্মেহানি (৩২) ও বড় ভাই মানিক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

এ প্রসঙ্গে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কয়েক মাস আগে মনিরুল তার বড় ভাই মানিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ওই ধারের টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার সকালে ধারের টাকা চাইলে অপারগতা প্রকাশ করেন মনিরুল। এর পরিপ্রেক্ষিতে বড় ভাই মানিকের স্ত্রী শরিফা বেগম বিকেলের দিকে মনিরুলের একটি ছাগল নিয়ে বেঁধে রাখেন। যাতে টাকা দিয়ে ছাগল ছাড়িয়ে নিয়ে যান মনিরুল। কিন্তু ঘটনা ঘটে উল্টো।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, সন্ধ্যার দিকে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে উপস্থিত সৎ বোন উম্মেহানি এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করেন সৎ বোন উম্মেহানি। এতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনিরুলের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।