আজ বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে সারা দেশে শুরু হয়েছে আন্তঃনগর ট্রেন চলাচল। এক্ষেত্রে স্বাভাবিক সময়ের মতো অর্ধেক আসনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের টিকেট পাওয়া যাবে রেল স্টেশনের কাউন্টার থেকে।
কিন্তু কমলাপুর যাত্রীর চাপ না থাকায় অনেকটা ফাঁকা অবস্থাতেই ছাড়ছে বিভিন্ন রুটের ট্রেন। যাত্রীরা জানালেন, ট্রেন ভ্রমণে করোনার ঝুঁকি কম; একইসাথে আরামদায়ক। রেল কর্তৃপক্ষ করোনার স্বাস্থ্যবিধি নিয়ে আছে কঠোর অবস্থানে। মাস্ক ছাড়া কোনো যাত্রী ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
করোনার প্রকোপ বাড়ায় গত মাসের ১৫ তারিখ থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে গত কয়েকদিন করোনা রোগী শনাক্তের হার কিছুটা নিম্নমুখী হওয়ায় আবার যতো আসন ততো যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, পূর্বের ন্যায় স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন ভ্রমণ করতে হবে। সে ব্যাপারেই সবচেয়ে বেশি জোর দিচ্ছি আমরা। ‘নো মাস্ক নো সার্ভিস’ স্লোগানকেই কার্যকর করার চেষ্টা করছি।






