যবিপ্রবি’র ল্যাবে নতুন আরও ১২ জনের করোনা শনাক্ত

মহামারী করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা টেস্টে গত ২৪ ঘণ্টায় ১২ জনের নমুনায় পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে যশোরেই ৯ জন, ঝিনাইদহে ২ জন এবং নড়াইলে ১ জন রয়েছেন।

সবমিলিয়ে যশোরে এখন শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫। এর আগে আরও ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। হোম কোয়ারেন্টাইনে তাদের সবার চিকিৎসা চলছে।

যবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্নব জানান, যবিপ্রবি ল্যাবে সর্বশেষ যশোরের ৪১টি, ঝিনাইদহের ২০টি, নড়াইলের ২২টি, মাগুরার ১১টি ও চুয়াডাঙ্গার ১টি অর্থাৎ মোট ৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়। আজকের ফলাফলে মাগুরা ও চুয়াডাঙ্গার ১২টি নমুনার সবগুলোই নেগেটিভ হয়েছে।