না ফেরার দেশে চলে গেলেন মার্কিন গায়ক বিল উইথার্স

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ‘এইন্ট নো সানশাইন’ ও ‘লিন অন মি’ গানের গায়ক বিল উইথার্স। সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক বিল উইথার্সের বয়স হয়েছিলো ৮১ বছর। গায়কের পরিবারিক সূত্রে জানা গেছে গত ৩০ মার্চ লস আঞ্জেলসে মারা গেছেন তিনি।

তবে বিল উইথার্সের ৭০ দশকের গানও গানগুলো তাকে মানুষের হৃদয়ে স্থান দিয়েছে। এখান সংগীতপ্রেমীদের মুখে মুখে ফেরে সেই গান। মৃত্যুর পরেও তার ‘লিন অন মি’ গানটি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই গান শেয়ার করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

তবে বিল উইথার্সের এই মৃত্যু করোনা ভাইরাসের কারণে কি-না, সেটি স্পষ্ট করেনি তার পরিবার। এই কয়দিনে করোনাভাইরাস কেড়ে নিয়েছে আরও বেশক’জন গুণী মানুষের প্রাণ। করোনা ভাইরাসে বিল উউথার্সের আগে মারা গেছেন এমি ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী অ্যাডাম শ্লেসিংগার, ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা অ্যান্ড্রু জ্যাক, জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা, আমেরিকান অভিনেতা মার্ক ব্লাম, আমেরিকান কান্ট্রি সংগীতশিল্পী জো ডিফি, ব্রিটিশ কৌতুকাভিনেতা ইডি লার্জের মতো গুনী সব তারকারা।